মোহাম্মদ এরশাদুল হকলোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের নগরীর জালালাবাদ মার্কেটে রাস্তায় কুড়িয়ে পাওয়া স্বাক্ষরিত ৭ লাখ টাকার ব্যাংকের চেক ফেরত দিয়ে দৃস্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে এম পারভেজ উদ্দিন।

সোমবার (৩ মে ) বিকেলে চট্টগ্রাম মহানগরীর একটি দোকান থেকে চেকের প্রকৃত মালিককে খুঁজে বের করে চেকটি বুঝিয়ে দেন।

আর আগে গতকাল সকালে চেকটি চট্টগ্রাম মহানগরীর হকার্স মার্কেটে কুড়িয়ে পেলে প্রকৃত মালিক খোঁজতে তার ব্যক্তিগত আইডি থেকে চেকের ছবি পোস্ট করেন তিনি।

চেকটি ছিল ওয়ান ব্যাংকের। চেকের মালিকের নাম মঈন উদ্দীন। বাড়ি চন্দনাইশের কারলা গ্রামে। তার দোকান চট্টগ্রামের কোর্ট বিল্ডিং এ।

জানতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে এম পারভেজ উদ্দিন বলেন, আমি গতকাল রাত ৯ টার দিকে ব্যক্তিগত কাজের জন্য জহুর হকার মার্কেটস্হ জালালাবাদ মার্কেটে হঠাৎ যায় ।

হঠাৎ আমার সামনে একটি সাত লক্ষ টাকার মাঈন উদ্দিন নামের এক ব্যক্তির সই করা চেক পাই।

পাওয়ার পরে আমার পরিচিত দোকানদান বড় জাকারিয়া’র সাথে আলোচনা পকৃত মালিক খুঁজার জন্য ফেসবুকে পোস্ট দিয়।

রাত ১২টার দিকে চেকের প্রকৃত মালিক আমাকে ফোন দেয়। আজ দুপুরে যাচাই বাচাই করে প্রকৃত মালিক মাঈন উদ্দিনকে তার হাতে চেক টি হস্তান্তর করি।

এদিকে, চেক বুঝিয়ে পেয়েছে বলে নিশ্চিত করেছেন চেকের মালিক মঈন উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *