বন্দর প্রতিনিধি: বন্দরে রামনগর এলাকার রোমান হত্যা মামলা দায়েরের দীর্ঘ ১৬ দিন পর হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে ২ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে বন্দর থানার মালামত ও রামনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে আবুল মাঝি (৪০) ও বন্দর থানার রামনগর এলাকার আসান উল্ল্যাহ মিয়ার ছেলে শাকিল (২৫)। এর আগে গত ৯ মার্চ দুপুরে ২টা হইতে ১০ মার্চ দুপুর ২টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ভাংতি টেক্সটাইল মিলস এর সামনে পশ্চিম পাশের রাস্তার পাশে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহত যুবক রোমানের মা মুক্তাবানু বাদী হয়ে গত ১২ মার্চ অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৬(৩)২৩ ধারা- ৩০২/২০১/৩৪ পিসি। মামলার তদন্তকারি কর্মকতার্ ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক নজরুল ইসলাম গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে।
মামলার তথ্য সূরেত্র জানা গেছে, গত ৯ মার্চ দুপুর ২টায় বন্দর থানার রামনগর এলাকার রোমান নামে এক যুবক খেলা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে সে রাতে বাড়ি ফিরে না আসায় তার মা মুক্তা বানু তার ছেলে রোমানের ব্যবহারকৃত ০১৮৪৪৮৮৭৮৬১ নাম্বারে ফোন দিলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। পরে তার মা সকল আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজাখুজি করে তার ছেলের কোন হদিস পায়নি। পরে গত ১০ মার্চ দুপুরে অজ্ঞাতনামা এক ব্যাক্তি ছেলের ব্যবহারকৃত মোবাইল ফোন থেকে জানায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ভাংতি এলাকায় টেক্সটাইল মিলস এর সামনে মাটির স্তুপে উপর একটি লাশ পাওয়া গেছে।
পরে রোমানের মা খবর পেয়ে ঘটনাস্থলে এসে রোমানের মৃতদেহ সনাক্ত করে। সে সাথে মৃতদেহে মাথা ও ও বুকে আঘাতের চিহৃ রয়েছে। লাশটি গুম করার জন্য মাটির স্তুপের মধ্যে ফেলে রেখে যায়। পরে ধামগড় ফাঁড়ী পুলিশ লাশটি উদ্ধারে ময়না তদন্তের জন্য সংশ্লিস্ট মর্গে প্রেরণ করে । এ ঘটনায় নিহত রোমানের মা বাদী হয়ে বন্দর থানায় অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করে।
হত্যা মামলা দায়েরের দীর্ঘ ১৬ দিন পর গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে আবুল মাঝি ও শাকিল নামে দুই জনকে গ্রেপ্তার করছে। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকতার্ এসআই নজরুল ইসলাম জানান, র্যাব কতর্ৃক ধৃত ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতে রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।