ডেক্স রিপোর্টঃ
পেটের ভেতর ইয়াবা বহনের সময় ৯ শিক্ষার্থীকে আটক করেছে র্যাব-১১। তাদের পেট থেকে উদ্ধার করা হয়েছে ২৩ হাজার ৯৯০ পিছ ইয়াবা। এসব শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা হয়তো বুঝার আর বাকি নেই। এই নয় শিক্ষার্থীর পরিবারের সদস্যরা সামাজিকভাবে কতোটা নিগৃহীত হবে তা একমাত্র তারাই উপলব্ধি করবে। তাই সন্তান কখন কোথায় কি করছে তা সবসময় নজরদারি করুন। সকল পিতা-মাতার উচিৎ সন্তানদের নজর ধারি করা। কোন ধরনের অপরাধে যেনো না জড়িয়ে পড়ে আমাদের নতুন প্রজন্ম…
র্যাব সকল অভিভাবকদের উদ্দেশ্যে জানায়, তরুণ শিক্ষার্থীদের কর্মকান্ড সম্পর্কে পিতা-মাতা বিন্দু পরিমাণ কিছু আচ করতে পারেনি। এভাবে অনেক শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যত অন্ধকারে পতিত হচ্ছে এবং এতে করে জাতি হারাচ্ছে অনেক উজ্জ্বল নক্ষত্র। তাই আমরা সকল অভিভাবককে অনুরোধ করবো, আপনারা আপনাদের সন্তানদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখুন এবং তাদের চাল-চলন ও আচার-ব্যবহারে কোন অস্বাভাবিকতা লক্ষ্য করলে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে অতিসত্বর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন। এতে করে আপনার সন্তানের ভবিষ্যত যেমন অটুট থাকবে এবং সমাজ তথা দেশ হবে উপকৃত। আপনার আশেপাশে যে কোনো প্রকার অপরাধের খবর র্যাব কে জানান।