মেহেদী হাসান শুভ চাঁদপুর জেলা প্রতিনিধি
৬ বছরের এই পথচলায় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার কাজে লাল-সবুজে সেজেছে ১৬৭ টি জেলা ও উপজেলা টিম। সক্রিয়ভাবে কাজ করে চলেছে ৩৬ হাজার ৪০০ এর অধিক সদস্য।
আমাদের একটাই স্বপ্ন, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ। আমরা বিশ্বাস করি জাতীয়ভাবে কোন একটি দিবসকে “জাতীয় পরিচ্ছন্ন দিবস” ঘোষণা করা হলে পরিচ্ছন্নতার এ কাজটি শতগুণে ত্বরান্বিত হবে। যেহেতু ৬ বছর ধরেই বিডি ক্লিন নিবিড়ভাবে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে, সেহেতু বিডি ক্লিন এর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ৩ জুন দিবসটিকে “জাতীয় পরিচ্ছন্ন দিবস” হিসেবে ঘোষণার দাবী জানাচ্ছি।
আমরা লাল-সবুজে আবৃত #বিডি_ক্লিন_চাঁদপুর। ৩ জুন দিবসটিকে “জাতীয় পরিচ্ছন্ন দিবস” হিসেবে ঘোষণা পাবার নিমিত্তে মমতাময়ী প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন উল্লেখপূর্বক স্থানীয় জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগনের মাধ্যমে স্মারকলিপি দাখিল করেছি।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় বঙ্গবন্ধু কন্যা, আমাদের প্রিয় অভিভাবক আমাদেরকে নিরাশ করবেন না।
মাননীয় প্রধানমন্ত্রী
আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা লাল-সবুজের চেতনায় আবৃত তারুণ্য, আমরা কখনো পিছপা হবনা, লক্ষ্য অর্জন করেই কেবল ক্ষান্ত হব।
আমরা বিডি ক্লিন
আমরা বিডি ক্লিন চাঁদপুর
আমরা বিডি ক্লিন হাজীগঞ্জ
আমরা বিডি ক্লিন ফরিদগঞ্জ
আমরা বিডি ক্লিন শাহরাস্তি
আমরা বিডি ক্লিন কচুয়া
আমরা বিডি ক্লিন মতলব উত্তর
আমরা বিডি ক্লিন মতলব দক্ষিন
আমরা আমাদের লক্ষ্যে অবিচল
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়েই কেবল ঘরে ফিরবো।