মোহাম্মদ এরশাদুল হক চট্টগ্রাম প্রতিনিধি
মাদকের নেশায় যখন জর্জরিত যুবসমাজ ঠিক তখনি মাদকের ভয়াল নেশা থেকে যুবসমাজকে সুন্দর ও সুস্থ পথে এগিয়ে নিয়ে যেতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পাশাপাশি বেসরকারী সংস্থ্যা “হেল্প” মাদকাসক্তি নিরাময় কেন্দ্র (রিহাবিলেটিশন সেন্টার) সুনামের সাথে কাজ করে যাচ্ছে।বৃ্হস্পতিবার ২১ জুলাই ফয়েজলেক নুরিয়া মাদ্রাসা সংলগ্ন ৩ নং রোডে প্রতিস্টানটির কার্যালয়ে এক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
হয়।

উক্ত সভায় উপস্তিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক মুকুল জ্যোতি চাকমা,দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক সিহাব মালেক,হেল্প নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মোর্শেদুল আলম শিপন,ইনফো বাংলার ব্যাবস্থাপনা সম্পাদক জেসমিন জুঁই,আলো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক মোঃ জামান, মোঃ কলিম সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় মুকুল জ্যোতি চাকমা বলেন মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে সকলকে সন্মিলিত ভাবে কাজ করতে হবে।মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা ও চিকিৎসা পরবর্তি সময়ে নিবির পর্যবেক্ষন ও পরিবারের বিশেষ ভুমিকাও এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকাসক্ত ব্যাক্তি অসুস্থ কিন্তু সমাজের জন্য বোঝা নয় চিকিৎসার মাধ্যমে যেকোনো মাদকাসক্ত ব্যাক্তিকে সুস্থ করা সম্ভব এর জন্য দরকার সঠিক চিকিৎসা ও সামাজিক সচেতনতা।

এ সময় হেল্প মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চিকিৎসাকালীন রোগী ও সুস্থতাপ্রাপ্ত একঝাক তরুনদের সাথে বেশকিছুক্ষন আলাপচারিতা ও মতবিনিময় শেষে মুগ্ধতার সাথে তিনি কেন্দ্রটি ঘুরে দেখেন ও মাদকাসক্ত থেকে সুস্থজীবনে ফিরে দির্ঘদিন ধরে মাদক মুক্ত থাকায় উক্ত কেন্দ্রের তিনজন রেমী, রবিন ও মোঃ জসিম কে সন্মাননা স্মারক তুলে দেন।উক্ত কেন্দ্রের নির্বাহী পরিচালক মোর্শেদুল আলম শিপন বলেন আমাদের প্রতিষ্ঠানটি মুলত সেবামুলক ও অলাভজনক একটি প্রতিষ্ঠান।এখানে রোগীদের জন্য সার্বক্ষনিক চিকিৎসক,

মোনরোগ বিশেষজ্ঞ রয়েছে।আমরা প্রতিটিরোগীর চিকিৎসাকালীন সময়ে তার মাদকগ্রহনকালীন থেকে নিয়ে কেন্দ্রে ভর্তি হবার পরবর্তীকালীন সময়ের
স্বাস্থ্যাদির বিবরণ ( কেইস হিস্ট্রি) লিপিবদ্ধ করি এবং সেই মোতাবেক চিকিৎসা করে থাকি।প্রতিটি রোগীর জন্য আলাদা ভাবে কাওন্সিলিং,ব্যায়াম, কম্পিউটার, খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন দিয়ে থাকি পাশাপাশি পারিবারিক ও সামাজিক ভাবে সর্ম্পক উন্নয়নের জন্য বিশেষ ভাবে গুরুত্নারোপ করি ।এছাড়াও চিকিৎসা পর্রবর্তী সময়ে কেন্দ্র থেকে তাদের জন্য নিয়মিত খেলাধুলা, কাওন্সিলিং,গেট টুগেদার সহ বিভিন্ন এওয়ারনেস অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *