নিজস্ব প্রতিবেদনঃ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে নাসিক ১০নং ওয়ার্ড লক্ষ্মী নারায়ণ কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার দুপুর তিনটা হতে বিনম্র শ্রদ্ধা, যাথাযত মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামিলীগ সহ প্রচার সম্পাদক ইফতেখার আলম খোকন ও লক্ষ্মী নারায়ণ কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কবুতর উড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং লক্ষ্মী নারায়ণ কটন মিলস্ উচ্চ বিদ্যালয় নবীন বরণ অনুষ্ঠান শুরু করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে সৌন্দর্যবনন্ধন সাজসজ্জা ও আলোকসজ্জা আলোচনা করে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা,থানা ও ওয়ার্ড আওয়ামিলীগ বীর মুক্তিযোদ্ধা সহ সকলের উপস্থিতিতে লক্ষ্মী নারায়ণ কটন মিলস্ উচ্চ বিদ্যালয় নবীন বরণ এবং কেক কাঁটার মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠান পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৪ আলহাজ্ব এ,কে,এম শামীম ওসমান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন সভাপতি লক্ষ্মী নারায়ণ কটন মিলস্ উচ্চ বিদ্যালয় ও চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থা সালমা ওসমান লিপি, উদ্বোধক চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলা পরিষদ বাবু চন্দন শীল, বিশেষ অতিথি সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামিলীগ আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, অফিসার ইনচার্জ সিদ্ধিরগঞ্জ থানা মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামিলীগ আলহাজ্ব ইয়াছিন মিয়া, কাউন্সিলর ১০নং ওয়ার্ড নাসিক ও কো-অপ্ট সদস্য অত্র বিদ্যালয় ইফতেখার আলম খোকন , কমান্ডার নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভুইঁয়া (জুলহাস), সভাপতি ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ নাসিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক ১০নং ওয়ার্ড আওয়ামিলীগ মোঃ নূর আলী।

আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি আওয়ামী যুবলীগ ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সাবেক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল হোসেন, চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মহসিন ভুঁইয়া, কাদির মোল্লা, এস এইচ এম মাহাবুব আলম, নাসিক ৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী নওরিন, নাসিক ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী অহিদ আলম, আমির হোসেন, শিহাব উদ্দিন রিপন, মোক্তার হোসেন সহ অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *