ডেক্স রিপোর্টঃ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে চলছে হামলা মামলার অভিযোগ সালিসি বৈঠক ইত্যাদি। বেশ কিছু দিন ধরেই পত্র পত্রিকায় অনলাইনের চলছে এমরান নামের শিরোনাম। ফের আবারও ডিস এমরানের নামে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেছেন মিলন নামের এক যুবক,

মোঃ মিলন (৩০) পিতা – মোঃ আনোয়ার হোসেন কাদের হাওলাদারের বাড়ী কুতুবপুর লাখি বাজার ফতুল্লা, (১) মোঃ এমরান হোসেন, পিতা – আজিজুল্লাহ কাজী,এনায়েতনগর, (২) আবুল কালাম ভুইঁয়া (ছক্কু), পিতা -মৃত আলকাছ ভুইঁয়া, সাং ভুইয়াপাড়া, (৩) সুমন,পিতা-নুর ইসলাম সাং- এনায়েতনগর, (৪) হাবিব মোল্লা, পিতা -মৃত সৈয়দ আলী মোল্লা সাং- এনায়েতনগর সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ কে দোষী করে একটি অভিযোগ করেন অভিযোগের নাম্বার- ৯২০১।

(৩ আগস্ট ) গত রাতে আনুমানিক ৯ঃ ৩০ মিনিট সময় এমরান মিলনকে মোবাইলে কল দিয়ে এমরানের ডিসের অফিসে আসতে বলেন পরে কল পেয়ে মিলন এমরানের অফিসে আসলে এমরান মিলনকে প্রশ্ন করে কেন অফিসে আসনাই, মিলন উত্তরে বলেন গত দুই মাসের বেতন পাইনি তাই আসিনি, এই কথা শুনতেই এমরান ও তার সহযোগী গন মিলন কে মারধর শুরু করেন এতে করে মিলন গুরুতর আহত হয়ে পরে।

এতে করে মিলন রাতে আর বাড়িতে ফিরে যায়নি অনেক খোজাখুজি করে মিলন কে আহত অবস্থায় সকাল ৮ টায় এমরানের ডিস অফিস থেকে এমরানের হাতে পায়ে ধরে মিলন কে ছাড়িয়ে নেয় বলে জানিয়েছেন মিলনের স্ত্রী।

পরে মিলন কে নিয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে চিকিৎসা করে বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় ৪ জনকে দোষী করে একটি অভিযোগ করেন মিলন। এদিকে মিলনের সঙ্গে কথা বল্লে মিলন বলেন গত রাতে আমাকে মোবাইলে কল করে নিয়ে গেলে তার অফিসে গিয়ে দেখি এমরান সহ বাকি ৩ জন উপস্থিত ছিলেন, পরে আমার দুই মাসের বেতন নিয়ে কথা বলতেই সবাই মিলে আমাকে মারধর করে।

এই সময় আমার কাছে বিশ হাজার টাকার অধিক পরিমাণের টাকা গুলো ছিনিয়ে নেয় তারা, এমরান আমাকে মেড়ে ফেলা’র হুমকি দেয় এতে করে আমি ও আমার পরিবার দুশ্চিন্তার মধ্যে সময় পার করছি। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করছি আশা করি ও বিশ্বাস রাখছি প্রশাসন আমার বিষয় টি নজরে রেখে আমাকে যে নির্মম ভাবে অত্যাচার করেছে তার উপযুক্ত আইনি ব্যবস্তা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *