বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটায় শারদীয়া দুর্গোৎসবকে ঘিরে খুলনা জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুলের নিজেস্ব অর্থায়নে জলমা ইউনিয়ন পরিষদ চত্বরে গত ১ অক্টোবর মহাষষ্টীতে অসহায় মানুষের মাঝে শাড়ি বিতরণ করেন ।
এসময় উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বিধান রায়, উপজেলা আ’লীগ নেতা রাজ কুমার রায়,এ্যাডভোকেট রমেশ মল্লিক,রানার গ্ৰুপের সাধারণ সম্পাদক প্রদীপ হীরা,ইউপি সদস্য যথাক্রমে দেবব্রত মল্লিক দেবু, গৌরাঙ্গ হালদার, অশোক কুমার মন্ডল, মোঃ রেজাউল সরদার রেজা প্রমূখ ।
এছাড়া দাকোপ উপজেলার বটবুনিয়া ও তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদে ও অসহায় মানুষের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটবুনিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মহলদার সহকারী প্রধান শিক্ষক সঞ্চয় কুমার রায়,নিত্যরঞ্জন কবিরাজ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, মোজাম্মেল মোল্লা,দুখিরাম রায়, বিশ্বজিৎ রায়,নিশিত কুমার মন্ডল, সংরক্ষিত আসনের মেম্বর শোভা মন্ডল ও বিজলী বৈরাগী প্রমূখ ।