ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ
জেলার বটিয়াঘাটা উপজেলা আাওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেন শেখ আর নেই।
তিনি গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্হায় না ফেরার দেশে চলে যান।(ইন্না… রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৬৮) বছর এবং জীবদ্দশায় স্ত্রী,দুই পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুর খবর শুনে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার সহ আ’লীগ ও তার সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ এবং জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে একনজর দেখার জন্য মরহুমের গ্রামের বাড়ী উপজেলার উত্তর কল্যাণশ্রী গ্রামে ছুঁটে যান।
পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এদিকে বিকাল ৫টায় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, থানার ওসি মোহাম্মাদ শাহ্ জালাল, বীরমুক্তিযোদ্ধা নিরন্জন কুমার রায় সহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্হিত ছিলেন।
আছর বাদ মরহুমের জানাজা উত্তর কল্যাণশ্রী বকুলতলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।অন্যদিকে উপজেলা আাওয়ামীলীগের পক্ষ থেকে এক শোক বার্তায় তার রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।