নিজস্ব প্রতিবেদক
আসন্ন দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে শুক্রবার ২৯ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন মোল্লার আয়োজনে ধনকুন্ডা স্কুল মাঠে কয়েক হাজার মহিলা কর্মী নিয়ে উঠান বৈঠক করেছেন নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান ও সংসদ সদস্য একেএম শামীম ওসমান এর সহধর্মিণী সালমা ওসমান লিপি।
উক্ত অনুষ্ঠানে কাউন্সিলর রুহুল আমীন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা ওসমান লিপি ও পুত্র অয়ন ওসমান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাউন্সিলর রুহুল আমীন মোল্লা বলেন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেতা একেএম শামীম ওসমান কে বিপুল ভোটের মধ্যে দিয়ে জয় করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো তাই সবাই সকাল সকাল ভোট কেন্দ্র ভোট দিতে যাবো।
এদিকে এমপি পুত্র অয়ন ওসমান বলেন আমরা একটি অদৃশ্য শক্তির সাথে লড়ছি এরা নির্বাচনে আছে নির্বাচন বানচাল করার জন্য, তাই আমি বলতে চাই আমরা সবাই যদি একত্রে থাকি এমন কোনো অপশক্তি নেই নির্বাচন বানচাল করবে।
প্রধান অতিথির বক্তব্যে সালমা ওসমান লিপি বলেন একটি দল আছে যাঁরা কয়েকজন লোক নিয়ে লিফটে বিতরণ করেছে আর মানুষকে হুমকি দিচ্ছে এবং ভোট না দেওয়ার জন্য বলে বেড়াচ্ছে।
আরো বলেন যদি সাহস থাকতো তাহলে নির্বাচনে অংশ গ্রহণ কেন করলো না, তাই আমি বলতে চাই আমাদের অস্ত্র হচ্ছে সাধারণ মানুষের ভোট যা প্রমান করে আপনাদের উপস্থিতি তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে সকলে উন্মুক্ত পরিবেশে ভোটের অধিকার আদায় করতে আপনাদের জননেতা একেএম শামীম ওসমান সাহেবকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে জয় করবেন বলে আশা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ওয়ার্ড আওয়ামিলীগ, মহিলা আওয়ামিলীগ,যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ সহ আওয়ামী সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রমুখ।