আসলাম উদ্দিন আহম্মেদ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

গ্রামবাসীরা যখন তারাবীর নামাজে সেসময় এক শিক্ষক দম্পত্বির বাড়িতে আগুন লাগে। বাড়িতে থাকা একমাত্র নারী সদস্য (শিক্ষিকা) ঘুমে বিভোর। আশেপাশে কোন লোকজনও নেই।এসময় আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছিলো তখন বিষয়টি একদল টহল পুলিশের নজরে আসে।

সাথে সাথে পুলিশভ্যান থামিয়ে আগুন নিভানোর কাজে লেগে পড়ে পুলিশের দলটি।পুলিশের চিৎকারে এগিয়ে আগে গ্রামবাসী।

বাড়ির নারী সদস্যকে নেয়া হয় নিরাপদে। আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় তারা।এর মধ্যে পুড়ে যায় বসত বাড়ির একটি টিনের ঘর। তবে ক্ষতির হাত থেকে বেঁচে যায় পুরো বাড়ি।

আগুন লাগার ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে। কুড়িগ্রামের কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে শাহিবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের বাড়িতে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, কচাকাটা থানার নিয়মিত টহলদল ওই এলাকায় ছিলো।

বাড়িটিতে আগুন লাগার বিষয়টি নজরে আসলে টহল দলের সবাই তৎক্ষনাৎ আগুন নেভাতে নেমে পড়ে। বালি,পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা।
এসময়ের মাঝেই ওই বসত বাড়ির একটি ঘর পুড়ে যায়। তবে বড় ধরণের ক্ষতির হাত থেকে বাড়িটিকে বাচানো সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, উপ পরিদর্শক (এসআই) রাবিউল ইসলামের নেতৃত্বে টহল টিমটিতে ৮জন পুলিশ সদস্য ছিলো। ধারনা করা হচ্ছে বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *