নারায়ণগঞ্জ রিপোর্টার: শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ এর উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের চত্বর হতে শোভাযাত্রা বের হয়। বন্ধুত্বের এই সংগঠনের সভাপতি ডাঃ ফরহাদ আহমেদ জেনিথ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ দোলনের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের ব্যাচ ৯৭ এর সহপাঠীরা।

শোভাযাত্রাটি চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে শেষ হয়। পরে শহিদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরিশেষে এক আলোচনা সভায় ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ এর স্কুল প্রতিনিধিরা বলেন, ‘আমরাই সম্ভবত বিশ্বের একমাত্র জাতি- যারা মাতৃভাষার মর্যাদার জন্য জীবন উৎসর্গ করেছে। আমাদের মাতৃভূমির সাহসী সন্তানেরা সেই বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।’

এসময় উপস্থিত ছিলেন ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের সহ-সভাপতি সুমন ইসলাম জিতু, সমাজ কল্যাণ সম্পাদক আহাম্মদ আলী সজিব, সৃজনশীল সহযোদ্ধা সায়েম কবীর, মিডিয়া প্রধান এম এ মান্নান ভূঁইয়া, ফুটবল টিমের ক্যাপটেন আখতার হোসেন, হালিম উল্লাহ টিটু, মো: ফিরোজ আলম খান, জানে আলম, মাহবুব আলম জয়, ফরহাদ উদ্দিন শাওন, মো: ফজলুর রহমান, মো: রফিকুল ইসলাম, মো: ফিরোজ মিয়া, নাঈম চৌধুরী, কামাল সরদার, মোহাম্মদ সনি, ইয়াসির ইবনে মিজান সোহান, মো: মনির, শামীমা জাহান, সনেট সিনহা, মোঃ শরীফ হোসেন, আব্দুল মজিদ, আব্দুল কাদের, মোহাম্মদ গিয়াস উদ্দিন, আজিজুল হক সোহাগ সহ বিভিন্ন স্কুলের অন্যান্য সহপাঠীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *