নিজস্ব সংবাদদাতা:
শান্তির পৃথিবী চাই, শুদ্ধাচারী স্বদেশ চাই” এ প্রতিপাদ্যটি লালন করে ৩১ ডিসেম্বর একবিংশতিতম আন্তর্জাতিক লেখক দিবস ২০২২ ও দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২-২০২৩ সফল হোক এ আহ্বানে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে সকালে কবিতার শান্তিযাত্রা ও পথসভা’র আয়োজন করেছে।

উক্ত অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ফরিদুল মাইয়ান।

উপস্থিত কবিরা তাদের বক্তব্যে ৩১ ডিসেম্বরকে আন্তর্জাতিক লেখক দিবস হিসেবে ঘোষণার দাবী জানান।

তাঁরা আরও দাবী তুলে ধরে বলেন- সরকারীভাবে যেনো লেখকদের এ দাবী পুরণ করে বিশ্বব্যাপী একসাথে লেখকদের উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। এছাড়াও সরকারীভাবে লেখকদের তালিকা তৈরি করার আহব্বান করেন।

আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের আহবায়ক কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে কবি ও লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন- সেলিম ভূইয়া, আল আশরাফ বিন্দু, ডাঃ কাজী মোস্তাফিজুর রহমান, মোঃ হুমায়ন কবির, মোহাম্মদ আল মনির, সালমা ডলি, খন্দকার মাসুদুর রহমান দীপু, মোঃ জামিল হোসেন, আবুল কালাম আজাদ, মামুন বাবুল, সাঈদ দেলোয়ার, আল আজাহার, তাছলিমা আক্তার, নাজমুল হোসাইন খান, মোঃ লিয়াকত, সাজ্জাদ আহম্মেদ খোকন, বদরুজ্জামান রতন, জয়ারানী দাস প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *