কবিতাঃ আগামী প্রজন্ম অন্ধ
মোঃ আল আমিন ইসলাম।

জীবন যাত্রার যাত্রী মোড়া
বৈঠা হাতে মাঝী
মাঝে মধ্যে কতটা আবার করছি বাড়াবাড়ি।

কিছু সার্থ কিছু আশা রাখি মনে মনে
বেশি আশায় ছালা পরে ঘুরছি বনে বনে।

ভালো মন্দ বুঝেও আমরা সবাই কিন্তু মানুষ হা,হা,হা মাঝে মধ্যে
হুঁশ হারিয়ে হয়ে যাচ্ছি বে হুঁশ।

অন্যকে বলছি জ্ঞানের কথা নিজের জ্ঞান নাই ।
সু শিক্ষায় শিক্ষিত না হয়েও টাকায় সমাজ সেবক হই।

বিচার প্রতি চুপ হয়ে আজ অবিচারক মাদবর,
দিনে দিনে সমাজ কমিটির সদস্য হচ্ছে মূর্খের দল ।

ভালো ভালো মুখে বলছি
ভালো’র দেখা নাই
হারাম খোরেরা বেড়েই উঠছে
ভালো কোন মানুষ সমাজ চালায়।

সত্য কথা বলতে গেলে হচ্ছে সমাজ বিরোধী
দুষ্ট লোকেরা আলোকে আজ করছে আঁধার রাত্রি।

কে জানে তরুণ প্রজন্মের নতুন তরুণী কি শিখছে ভালো মন্দ
ভালোরা যদি না হই আজ ঐক্যবদ্ধ
বাস্তবতা মেনে নিয়ে আগামী প্রজন্ম অন্ধ।

A.R Alamin islam…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *