কবিতা: আত্মার জীবন
লেখা মো:আল-আমীন ইসলাম
৫-২-২৩ ইং
আহৃত আত্মার জীবন আমার
চলছে দিবানিশি।
আত্মা আমার দেহের শক্তি আমি কি তা মানি।
এই আত্মায় আত্মীয় সজন জোড়ায় জীবন সংসার
আত্মার চলনে চলছে দেহ বাড়ছে দেহের অহংকার।
আত্মায় বাড়ছে বন্ধু বান্ধব আত্মায় বাড়ছে শত্রু
আত্মায় আবার মনে করিয়ে দিচ্ছে জীবন শেষ হলেই মৃত্যু।
আত্মার কথা ভুলে গিয়ে নাম রেখেছি জীবন
এই জীবনে থাকতে গিয়ে কতোই কি প্রয়োজন।
আত্মা নামের জীবনে আমি করছি কতোই ভুল
আত্মার মালিক সৃষ্টিকর্তা মনে রাখিনা তাকে
বেলা শেষ সৃষ্টিকর্তা আমায় রিজিক দিয়ে রাখে।
আত্মার মধ্যে জীবন সংসার, আত্মায় সবকিছু
আত্মার জীবনে চলতে গিয়ে নিয়েছি ভুলের পিছু।
তুমি মহান, তুমি দয়াময়, তুমি রিজিকের মালিক,
তুমি দিয়েছ আমায় আত্মা, তুমি দিয়েছ পৃথিবীর আলো, তুমি দিয়েছ সব
আমার সকল ভুল গুলো কে ক্ষমা করে তোমার পথে আমায় নাও চালিয়ে হে আমার প্রতিপালক সৃষ্টিকর্তা আমার প্রিয় রব।