আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের পটিয়ায়

চট্টগ্রামের পটিয়ায় পৌর মাল্টিপারপাস কিচেন মার্কেটে ভাসমান হকারদের পূর্নবাসন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এটি উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আইয়ুব বাবুল।

উদ্বোধন শেষে পটিয়া পৌরসভার কাউন্সিলর ও বাজার মূল্য পর্যবেক্ষণ ও মনিটরিং স্থায়ী কমিটির সভাপতি জসিম উদ্দিনএর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর গোফরান রানা, শেখ সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন,শফিউল আলম,গিয়াস উদ্দিন আজাদ,চৌধুরী মাহাবুবুর রহমান, বুলবুল আকতার,ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

উদ্বোধনকালে মেয়র আইয়ুব বাবুল বলেছেন, পটিয়াকে একটি আধুনিক ও মানসম্মত শহরে রূপান্তর করার জন্য,ভাসমান হকারদের পূর্নবাসনের মাধ্যমে পৌর শহরের ব্যস্ততম সড়কে যাতে নির্বিঘ্নে যান চলাচল করতে পারে,সেজন্য আমি নিজে উদ্যোগী হয়ে, হকারদের কিচেন মার্কেটে আগামী ১ বছরের জন্য ভারা বিহীন পণ্য বেচাকেনা করার জন্য পূর্নবাসন করেছি,তিনি আরও বলেন গুরুত্বপূর্ণ রাস্তা গুলোতে সে সুযোগে সিএনজি, ব্যাটারী রিক্সা পাকিং করে যাতে যানজট তৈরি না করে,সেজন্য তাদেরকেও হুশিয়ারি প্রদান করে,তিনি হকারদের উদ্দেশ্য আরও বলেন আপনারা কারও কাছে কোনো প্রকার ভারা,টাকা পয়সা লেনদেন করবেন না,এবং চাঁদাবাজির চেষ্টা করলে আমাকে জানাবেন, তিনি হকাররা যাতে ব্যবসা করে উন্নতি সাধন করতেপারে সেজন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *