মোঃ মাসুদ রানা,দিনাজপুর

দিনাজপুরের খানসামায় লাইসেন্স নবায়ন না থাকায় তিনটি ইট ভাটার মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (০৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের আত্রাই নদীর পশ্চিম পাড়, আমতলী ও ভাবকী ইউনিয়নের কুমড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, তারই ধারাবাহিকতায় তামিম ব্রিক্স, এসএইচবি ব্রিক্স এবং এসএনএস ব্রিক্স প্রত্যেক ভাটার মালিককে এক লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। আগামীতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷

অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *