আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করনীয় শীর্ষক উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের সহযোগিতায় মধুপুর বিএডিসি ট্রেনিং ইনস্টিটিউট কনফারেন্স হল রুমে বিকেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কৃষিবিদ আহসানুল বাশার উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী টাঙ্গাইল
এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কৃষিবিদ এ কে এম মনিরুল আলম পরিচালক, সরেজমিন উইং, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী,ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, প্রকল্প পরিচালক, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী ঢাকা, কৃষিবিদ বশির আহমেদ সরকার, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চল, উপজেলা ভাইসচেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, কৃষিবিদ রিয়াজুল ইসলাম, যুগ্ম পরিচালক (বিপ্রকে)বিএডিসি,মধুপুর,। এসময় উপস্হিত ছিলেন কৃষিবিদ মাহমুদুল হাসান কৃষিকর্মকর্তা মধুপুর উপজেলা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলার সহকারী ও উপসহকারী কৃষিকর্মকর্তাগন, এবং বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণী গন। অনুষ্ঠান সন্চালনা করেন শাকুরা নাম্নী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুপুর উপজেলা।