গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে শত-শত কৃষকেরা বরো ধানের চাষ করছেন বলে সরে জমিনে দেখা গেছে।টাঙ্গন নদীতে বরো চাষীরা আতংকে রয়েছেন বলে জানা যায়।

এ বিষয়ে বরোচাষীদের সাথে সাংবাদিকের কথা হলে তিনার সাংবাদিক কে বলেন আমরা ভূমি হীন অসহায় আমাদের নিজস্ব জমি না থাকায় সরকারি টাঙ্গন নদীর গর্ভে বরোচাষাবাদ করিয়া আসিতেছি।তবে ধান না কাটার আগে বৃষ্টির পানিতে নদী ভরাট হলে সমস্ত ধান নদীর পানিতে ডুবে ভাসে যেতে পারে এজন্য নদীতে ধান চাষি কৃষকেরা আতংকে রয়েছেন।

এদিকে টাঙ্গন নদীতে রাবার ডেম থাকায় মাঝে মধ্যে বেশি পানি আটকে রাখলে ও নদীতে চাষের বারো পানিতে ভরে যায় বলে জানা যায়।
এ বিষয়ে গত ৫ ই এপ্রিল ২০২১ পীরগঞ্জ উপজেলার নাকাটি ব্রীজের নীচে ধান চাষের বিষয়ে সাংবাদিক মাহফুজুর রহমানের সাথে হলে তিনি জানান পরে থাকা জমি নদীতে ধান চাষ ঠিকমত হলে অনেক চাষীই সংসারের অভাব পূরন করতে পারবে।দেশে খাদ্য সমস্যা দূর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *