গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সোমবার দিবাগত অনুমান ১ ঘটিকায় পারিবারিক দ্বন্দ নিরশনে আত্মীয় স্বজন নিয়ে শালিশ বিচার মজলিসে ছোট ভাইয়ের হাতে বড় ভাই গুরুতর আহত এবং চাচার হাতে ভাতিজি আহত হয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকাল ২ ঘটিকায় সুচিকিৎসার জন্য ভর্তি হন।
জানা যায়,পীরগঞ্জ উপজেলার দবিরদ্দীনের ছেলে আলমগীর হোসেন তার আপন ভাই একরামুলের মারপিটে জখম হয়েছেন ও আপন চাচা একরামুল তার ভাতিজিকে মারপিটে গুরুতর আহত করেন।অপরদিকে দেখা যায় একই হাসপাতালে একরামুল ইসলাম ও ভর্তি রয়েছেন।
এ বিষয়ে আলমগীরের সাথে কথা হলে তিনি সাংবাদিক জানান পারিবারিক শালিসি মিটিং না মেনে আমার ছোট ভাই একরামুল আমাকে ও আমার মেয়েকে বেধরক মারপিট করে আহত করেছেন।রামদা দিয়ে আমার মাথায় কোপ দিয়ে ফাটিয়ে দেন।আমি এই মারপিটের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নায় বিচার চাই।এবং বলেন ন্যায় বিচারের জন্য মামলার প্রস্তুতি চলছে।