গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের বাচোর ইউনিয়নের রাজোর গ্রামে রহুল আমিন নামে এক প্রভাবশালী ব্যাক্তি অবৈধভাবে ফসলী জমির উপর RBB ইট ভাটা নির্মান করে বিনা দ্বিধায় দিনের পর দিন কয়লার পরিবর্তে পোড়াচ্ছে গাছ কাঠ ও লাখরী বিষয়টি দেখার কেউ নেই।

এবিষয়ে ভাটা মালিক রহুল আলীর সাথে কথা হলে তিনি জানান আমরা প্রশাসন ও সকল সাংবাদিক মেনেজ করেই গাছ কাঠ ও লাখরী পুড়িয়ে ইট তৈরি করছি এতে কার কি আসে আসুক।ভাটা মালিক রহুল আর ও বলেন আমরা রানীশংকৈল ইট ভাটা মালিকের সভাপতি বিপ্লব কে প্রশাসন ও সাংবাদিক কে মেনেজ করার জন্য মোটা অংকের টাকা দিয়েছি।ভাটা মালিক সভাপতি বিপ্লবের সাথে কথা হলে তিনি বলেন আমরা সকল সাংবাদিক কে মেনেজ করেই ইট ভাটা চালাচ্ছি।

আরবিবি ইট ভাটায় এখন কয়লার পরিবর্তে পুড়ছে কাট খড়ি এতে করে বীষাক্ত ধোঁয়ায় পরিবেশ ও জীববৈচিএ্য হুমকির মুখে।ভাটা স্থাপন আইন-২০১৩ এর ৫৯ আইনকে তোয়াক্কা না করে কতিপয় প্রভাবশালি ব্যাক্তি ইট ভাটার মালিক রহুল আমিন ইটের নাম আরবিবি তার ইট ভাটার বিষাক্ত ও কালো ধোঁয়ায় মারাত্বক ভাবে পরিবেশ নষ্ট হোয়ার পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।ইট ভাটা গুলো কৃষি জমিতে অবস্থিত এবং ভাটাগুলোর চারপাশে পাশে ফসলি জমি ও গাছপালা রয়েছে। জ্বালানি হিসেবে ব্যাপকভাবে কাট পড়ানোর কারণে মরুভুমীতে পতিত হতে পারে কৃষি জমি।এবং ইট ভাটা গুলোর আসেপাশে ফসলি জমির ব্যাপক খতি হচ্ছে।ফলে দিন দিন
কৃষি জমি ও জন জীবন হুমকির মুখে লিপ্ত হচ্ছে।এ বিষয়ে ঐ এলাকার বাসিন্দারা সাংবাদিক কে জানায় ভাটার কারণে আমরা সঠিক ভাবে চাষাবাদ করে ও অধিক পরিমাণে ফসল উৎপাদন করতে পারছি না।অতি শীঘ্রই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *