আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর তানোর উপজেলার এক নম্বর কলমা ইউনিয়ন পরিষদ
(ইউপি) নির্বাচনের ঢেঁর বাঁকি এখানো তফসিল ঘোষণা হয়নি তার পরেও বইছে নির্বাচনের আগাম হাওয়া চায়ের টেবিলে জমে উঠেছে আলোচনা। এদিকে আলোচনার কেন্দ্র বিন্দু কেবলমাত্র চেয়ারম্যান পদ ঘিরেই আর্বতিত হচ্ছে।
বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন কে সেটিই মুল আলোচনার বিষয় হয়ে উঠেছে। স্থানীয়দের অভিমত, বর্তমান চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন নানামুখী অনিয়ম,স্বজনপ্রীতি, নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, এমপি বিরোধীদের সঙ্গে গোপণ সখ্যতা,
উন্নয়নে ব্যর্থসহ নানা কারণে অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে চরম ইমেজ সঙ্কটে পড়েছে।
এসব কারণে দলের সিনিয়র নেতারা তাকে অনেক আগেই ত্যাগ করেছে, পাশাপাশি তৃণমুলের নেতাকর্মীরাও মুখ ফিরিয়ে নিয়েছে, এতে চরম সংকটে পড়ে তার দলে টিকে থাকাই কঠিন হয়ে উঠেছে। অন্যদিকে এই সুযোগে পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন নেতৃত্ব, প্রসিদ্ধ ব্যবসায়ী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা
আব্দুর রাহিম তৃণমুলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেছেন। ফলে ইউপি নির্বাচনে নৌকার টিকেট সংগ্রহের দৌড়ে এগিয়ে থেকে ব্যাপক
পরিচিতি অর্জন করেছেন।
এসব বিবেচনায় তিনিই পাচ্ছেন নৌকার টিকেট এটা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।এছাড়াও তিনি ব্যবসায়ী হবার সুত্রে এমপি বা এমপিবরোধী,
দলীয়কোন্দল বা পৃথক বলয় ইত্যাদি এসবের মুখোমুখি তাকে হতে হবে না যেটা একজন প্রার্থীর বড় শক্তি। অন্যদিকে তাকে প্রার্থীরা করা হলে দলে বিদ্রোহী প্রার্থীর আর্বিভাব ঘটবে না।স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে একজন প্রার্থীর যে ধরণের রাজনৈতিক,সামাজিক,পারিবািরক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, ব্যক্তি ইমেজ, উন্নয়ন মানসিকতা, গ্রহণযোগ্যতা ইত্যাদি প্রয়োজন সেই সব গুনের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব আব্দুর রাহিম।
এসব বিবেচনায় নির্বাচনের মাঠে আলোচনায়
অন্যদের থেকে তিনি যোজন যোজন দুরুত্বে এগিয়ে রয়েছেন। আওয়ামী লীগের সমর্থনে প্রার্থী হলে তার বিজয় প্রায় নিশ্চিত। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগণের অভিমত রাহিমকে মনোনয়ন দিয়ে
উচ্চ বিত্তশীল ও সমৃদ্ধ পরিবার থেকে সবার কাছে গ্রহণযোগ্য, আর্দশিক ও পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন প্রার্থী দিতে চলেছে আওয়ামী লীগ সবাই এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। কারণ কলমা ইউনিয়নের মতো জায়গা থেকে তাঁর নেবার কিছু নাই,তবে দেবার অনেক আছে ইতমধ্যে তিনি তার কাজের মধ্য দিয়ে সেটার প্রমাণ দিতেও সক্ষম হয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।