আলিফ হোসেন, তানোরঃ

রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর টিআর বিশেষ বরাদ্দ প্রকল্পের অর্থায়নে মুন্ডুমালা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১১টি সাবমারসেবুল পাম্প ( মটার ) স্থাপন করা হয়েছে। এদিকে ৮মে শনিবার সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এসব পাম্প পরিদর্শন এবং উপকারভোগীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এসময় তিনি উপস্থিতদের মাঝে স্থানীয় সাংসদের পক্ষ থেকে মাস্ক, সুগন্ধী সাবান, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি সামগ্রী বিতরন করেন।এছাড়াও মুন্ডুমালা থানতলা, পাচন্দর মোড়, পাচন্দর কর্মকার পাড়া, কালিকান্দরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেযা উপহার করোনা প্রতিরোধ উপকরণ বিতরণ করেন।

প্রসঙ্গত, ২০২০ সালে মুন্ডমালা পৌরসভা নির্বাচনে প্রচারণায় নেমে প্রতিটি এলাকার জনগণের একটা সমস্যা বিশুদ্ধ খাবার পানির। এ সময় উপজেলা চেয়ারম্যান এসব মানুষদের বলেছিলেন প্রার্থী যেই হোক আপনারা নৌকার বিজয় নিশ্চিত করেন, তাহলে সাংসদ মহোদয়ের সহায়তায় আপনাদের সব সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ্। কিন্ত্ত আওয়ামী লীগের কিছু বিপদগামী নেতার প্ররোচণায়
পৌরবাসী নৌকার সঙ্গে বেঈমানী করেছে। অথচ যাদের কথায় পৌরবাসী নৌকার সঙ্গে বেঈমানী করেছে তারা এখন তাদের পাশে নাই। এদিকে মুন্ডমালা পৌরবাসী নৌকাকে জয়ী না করে ভুল করেছেন। কিন্তু নেতা জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পুরুণে কোনো
ভুল করেননি। তিনি তাদের কাছে টেনে নিয়ে আগামি দিনে নৌকার জন্য প্রস্তুত এবং সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের মুলধারার সঙ্গে থাকার আহবান জানিয়ে তাদের বিভিন্ন
সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *