তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, ও জন্মগত রোগে আক্রান্ত ১৯ জন রোগীর মাঝে এককালীন ৫০ হাজার টাকা নগদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এসব আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জানা গেছে, ৭ এপ্রিল বুধবার উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে তানোর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্ত্বরে অনাঢ়ম্বর অনুষ্ঠানে স্থানীয় সাংসদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদানের চেক প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মতিনুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
(পিআইও) তারিকুল ইসলাম প্রমুখ।
