তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরে রাস্তা সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, প্রকৌশলী-ঠিকাদার মিলেমিশে সরকারী অর্থ লোপাটের মচ্ছবে মেতেছে।সুত্র জানায়, তানোরে প্রায় ৮০ কোটি ব্যয়ে প্রায় ৮৪ কিলেমিটার রাস্তা সংস্কার কাজে ঠিকাদার অসিম-এর বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ করেছেন স্থানীয়রা। এদিকে ঠিকাদারের ব্যক্তিগত গাড়ীতে বসে এলজিইডি প্রকৌশলী কাজ পরিদর্শনের নামে গায়ে হাওয়া লাগিয়ে ঘোরা ফেরা করছে বলেও অভিযোগ উঠেছে।
এদিকে একজন প্রকৌশলী ঠিকাদারের গাড়িতে চলাফেরা করায় রাস্তা সংস্কার কাজের মাণ নিয়ে জনসাধারণ আশঙ্কা প্রকাশ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, বিভিন্ন সময়ে প্রকৌশলী নিজেকে এমপি-মন্ত্রীর আত্মীয়-বন্ধু পরিচয় দিয়ে নানা অনিয়ম-দুর্নীতি করছে। এদিকে রাস্তা সংস্কার কাজের কোনো তথ্য কোনো গণমাধ্যম কর্মীকে দেয়া হচ্ছে না। এমনকি
সংস্কার কাজের কোনো ভিডিও বা ফটো পর্যন্ত সাংবাদিকের তুলতে না দিয়ে ক্যামেরা ভাংচুর ও সাংবাদিকে লাঞ্ছিত করা হয়েছে। এছাড়াও রাস্তার নিউজ করলে উল্টো সাংবাদিকদের হাত-পা ভেঙ্গে দেয়াসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত এবিষয়ে কোন তথ্য দেয়া যাবে না। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ জানান, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
