তানোর (রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তনোরে গ্রামবাসীর বাধা উপেক্ষা ও খাস জমিতে অবৈধ পুকুর খননের অভিযোগ উঠেছে। এদিকে পুকুর খননের সময় গুপ্তধন উদ্ধার ও গায়েবের গুঞ্জন বইছে সাধারণের মধ্যে। জানা গেছে, উপজেলার কাঁমারগা ইউপির হাতিনান্দা গ্রামের বাসিন্দা মুন্তাজ আলী হাতিনান্দা গ্রামে ছোট একটি ডোবাকে অবৈধভাবে খনন করে বিশাল পুকুরে পরিনত করছে, যার সিংহভাগ খাস। গ্রামবাসী বলছে, এই অবৈধ পুকুর খনন বন্ধ করা না হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে গ্রামবাসী চরম দুর্ভোগে পড়বে। এদিকে অসমর্থিত একটি সুত্র জানায়, গত ৮ এপ্রিল বৃহস্প্রতিবার দুপুরে পুকুর খননের সময় মুর্তি সাদৃশ্য বস্তু উঠে আসে। কিন্ত্ত মুন্তাজ ও আনোয়ার কাউকে দেখতে না দিয়ে তড়িঘড়ি সেটা সরিয়ে নিয়েছে। স্থানীয়রা বলেন, গ্রামের মানুষের মধ্যে গুপ্তধন পাওয়া-না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে, তবে তারা কেউ সুনিদ্রিস্ট তথ্য দিতে পারছে না। এবিষয়ে জানতে চাইলে মুন্তাজ আলী ও আনোয়ার এসব অভিযোগ অস্বীকার করে বলেন,গ্রামের কিছু বাটপার মানুষ এসব মিথ্যাচার করছে।