আলিফ তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) মোহর পুর্বপাড়া গ্রামের নতুন রাস্তা নস্টের পর এবার সরনজাই ইউপির শুকদেবপুর গ্রামের নতুন রাস্তা নস্ট করা হচ্ছে। এতে গ্রামবাসীর মধ্য তীব্র ক্ষোভ ও চরম অসন্তোস সৃস্টি হয়েছে। এদিকে রাস্তা রক্ষা, অবৈধ ভেঁকু মেশিন জব্দ ও ভেঁকু ঠিকাদার আশরাফুল ইসলামকে আটকের দাবি করেছে।
জানা গেছে, উপজেলার সরনজাই ইউপির সরনজাই গ্রামের আশরাফুল ইসলাম ওরফে ভেঁকু আশরাফুল মোহর পুর্বপাড়া গ্রামে পুকুর পুনঃখনন, মাটি বিক্রি ও কাদামাটি বিভিন্ন এলাকায় পরিবহনের সময় নতুন পাকা রাস্তা নস্ট করে এবার শুকদেবপুর গ্রামে পুকুর খনন ও মাটি বিক্রি করে রাস্তা নস্ট করছে। এছাড়াও নস্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার গ্রামবাসী রাস্তা রক্ষা ও অবৈধ ভেঁকু আটকের দাবিতে পুকুর পাড়ে প্রতিবাদ করেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বা খুন-জখমের ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসী শঙ্কিত হয়ে পড়েছে। এবিষয়ে জানতে চাইলে আশরাফুল ইসলাম বলেন,তিনি সকলকে ম্যানেজ করে কাজ করছেন, তাই গ্রামবাসী কি করলো বা বললো সেটা দেখার টাইম নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *