তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন গুরুত্বর ভাবে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০মে বৃহস্প্রতিবার সকালে তানোর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবার পথে তানোর-আমনুরা রাস্তার যোগীশো আদিবাসীপাড়ার কাছে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্বে ছিটকে পড়ে। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে তানোর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসকরা নাসির হোসেন (৩০ ) নামে একজনকে মৃত ঘোষণা করে আহত চার জনের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছে। ট্রাকের যাত্রীরা সবাই ছিল ধানকাটা শ্রমিক। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার কালীনগর এলাকা থেকে এসব শ্রমিকরা তানোরে বোরো ধান কাটতে এসেছিল এবং ধান কাটা মাড়াই শেষে তারা ট্রাকে ধান নিয়ে বাড়ী ফিরছিলেন।
