বোরহান মেহেদীঃ
নরসিংদী প্রতিবেদক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিতইসলামিক ফাউন্ডেশনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমামদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।

২৩ মার্চ ২০২১ মঙ্গলবার আলোচনা সভা, দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদ, জাতীয় চার নেতা এবং ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু পরিবারের শহিদ সদস্যদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পারিবারিক ও ধর্মীয় অনুশাসন মেনে সকল অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য ইমাম সমাজের প্রতি আহবান জানান প্রধান অতিথি। তাঁর বক্তব্যে আসন্ন মাহে রমজান ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন থাকার জন্য সকলের প্রতিও আহবান জানান।

পরবর্তীতে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্য থেকে শ্রেষ্ঠ তিন জনকে সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *