বোরহান মেহেদী
নরসিংদী প্রতিবেদক : নরসিংদী সর্বত্র কৃষি শ্রমিক চরম সংকট দেখা দিয়েছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে এই শ্রমিক সংকটের কারণে পাঁকা ধান কাটতে পারছেন না অনেক কৃষক। নরসিংদীতে শ্রমিকের অভাবে বিপাকে পড়া অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন সদর থানা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল।

রবিবার ২৫ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশনায় এক ঝাঁক ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সদর থানা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সালের নেতৃত্বে সদর উপজেলা শীলমান্দী ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মদনগন্জ রোডের পাশের জমি থেকে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছেন।

এসময় রোজা রেখে ধান কাটায় অংশগ্রহণ করেন শীলমান্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন,হাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন,সদর থানা ছাত্রলীগ নেতা অনিক দাস তুষার।

এছাড়া এসময় তাজ, নাদিম, রিফাত, শরীফ, সাইফুল বাবু, রাজু, আবদুল, ওসমান, নাদিম, ইয়াসিন, রাহাদ, সিফাত,রাকিব, তারেক, ফারুক, রাতুল সহ ছাত্রলীগের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *