বোরহান মেহেদীঃ
নরসিংদী প্রতিবেদক : নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর একাত্তরের ২৫ মার্চ কালরাতে চালানো নৃশংসতা-বর্বরতা জাতীয় গণহত্যা দিবসে জেলা প্রশাসন, নরসিংদী এর উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসুচী পালন করা হয়েছে। এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট সৈয়দা ফারহানা কাউনাইন নির্দেশনায় জেলার সকল সরকারী, রাজনৈতিক ও সাংকৃতিক সংগঠন এতে অংশ নেয়।

এদিকে জেলার অনান্য উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ কালো দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পলাশে উপজেলা প্রশাসনের উদ্যোগে জিনারদীতে পদ্মলোচন স্কুল বধ্যভুমিতে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। এতে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ জোসেন, নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, ভুমি সহকারী কর্মকর্তা আসিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মন্টুসহ আরো অনেকে।

অপরদিকে শিবপুরেও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে উপজেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। বৃহস্পতিবার ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদের গেইটের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এতে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয় উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামাসন আসাদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, শিবপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা।

তাছাড়া জেলার রায়পুরা, মাধবদী, মনোহরদী, বেলাবসহ স্কুল কলেজগুলোতে ২৫ মার্চ সন্ধ্যায় দিবসটি পূর্ণ মর্যাদায় পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *