নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মালম্বী হিন্দু ধর্ম থেকে সপরিবারের চার জন একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করালেন মোঃ রফিকুল আলম।

শুক্রবার ( ২ আগস্ট) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড জেলেপাড়া পুল সংলগ্ন হজরত শাহজালাল ( রহঃ) জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা কামরুজ্জামান নকশাবন্দীর হাতে জুম্মা নামাজের পূর্বে মসজিদের প্রধান উপদেষ্টা ও সমাজ সেবক মোঃ শাহজাহান, সমাজ সেবক শহিদুল্লাহ,মসজিদের সেক্রেটারি মোঃ মোখলেছুর রহমান, আঃ আউয়াল, ডাঃ ইব্রাহিম সহ অত্র এলাকার মুসল্লী গনের উপস্থিতে মোঃ রফিকুল আলম সপরিবারে হিন্দু ধর্ম ছেড়ে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ।

হজরত শাহজালাল (রহঃ) জামে মসজিদে দুই সন্তান স্ত্রী ও নিজে উপস্থিত হয়ে পূর্বের হিন্দু নাম সুবল চন্দ্র দাস, জন্ম ১২-০৩-১৯৮৬ নাম পরিবর্তন করে বর্তমান মুসলিম নাম মোঃ রফিকুল আলম রাখা হয়েছে এবং রফিকুলের স্ত্রী পূর্বের হিন্দু নাম লক্ষী রানী দাস,জন্ম ২০-০৪-১৯৯৪ ইং বর্তমান মুসলিম নাম মরিয়ম বেগম রাখা হয়েছে, কন্যা পূর্বের হিন্দু নাম অরদ্ধা দাস জন্ম ০৩-০৩-২০১৬ ইং বর্তমান মুসলিম নাম আয়েশা আক্তার এবং পুত্র পূর্বের হিন্দু নাম লিয়ন দাস জন্ম ০২-০৫-২০১২ ইং বর্তমান মুসলিম নাম মোঃ বায়েজিদ সর্ব সাং- ২২/২ মিশনপাড়া,নাসিক ওয়ার্ড ৩ নং থানা, জেলা নারায়ণগঞ্জ ।

বর্তমান ঠিকানা নাসিক ৮নং ওয়ার্ড নতুন আইল পাড়া, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ, সকলের পূর্বের ধর্ম – সনাতন (হিন্দু) , সকলের বর্তমান ধর্ম – ইসলাম।

মসজিদের প্রধান উপদেষ্টা মোঃ শাহজাহান রফিকুল আলমের পরিবারে জন্য সকলের কাছে দোয়া দরখাস্ত জানিয়েছেন এবং তাদেরকে কেউ যদি কোনো ধরনের হয়রানি মুলুক বিভ্রান্তিকর আচরণ করে তা যেন আমাদের মুসলিম পরিবার কে এই ভেবে সবসময় আমরা তাদের পাশে আছি ইনশাল্লাহ আগামীতেও থাকব, শাহজাহান আরও বলেন যেহেতু হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাই আজ থেকে তাদের পূর্বের হিন্দু ধর্ম নিয়ম অনুযায়ী রফিকুলের পরিবারে সঙ্গে হয়তো তার আর যোগাযোগ হবে না তাই আজ থেকে আমরাই রফিকুলের পরিবার আর রফিকুল আমাদের পরিবারে সদস্য সবাই রফিকুলের পরিবারের জন্য দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *