বন্দর প্রতিনিধি:
বন্দরে সড়ক দর্ূঘটনায় অজ্ঞাত নারী পাগল (৫০) নিহতের ঘটনায় থানায় সড়ক দর্ূঘটনা আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত নামা গাড়ীর অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

যার মামলা নং- ১১(৮)২৩। এর আগে গত রোববার (৬আগস্ট) রাতে বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের দেওয়ানবাগস্থ হিমালয় ফিলিং স্টেশনের সামনে এ দর্ূঘটনাটি ঘটে। দর্ূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত নারী উলঙ্গ মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে।

মামলার তথ্য সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার রাত ১০টায় কাঁচপুর হাইওয়ে থানার জিডিনং-১৯৭ মূলে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স মহাসড়ক এলাকায় রাত্রিকালিন ডিউটি করার সময় সড়ক দর্ূঘটনার খবর পায়। পরে বিষয়টি উর্ধ্বতন কতর্ৃপক্ষকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত নারী পাগলের উলঙ্গ মৃতদেহ উদ্ধার করে। পরে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য উল্লেখিত র্মগে প্রেরণ করে।

পরবর্তীতে পিবিআই নারায়ণগঞ্জ মৃতদেহ সনাক্তের চেষ্টা করে। সড়ক দর্ূঘটনায় মৃতদেহের আঙ্গুলের অস্তিত্ব খুজে না পাওয়ায় অজ্ঞাত নামা মহিলা পাগলের নাম পরিচয় জানা যায়নি। হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, অজ্ঞাত নামা গাড়ীর অজ্ঞাত চালক দ্রুত বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে যাওয়ার সময় ৫০ বছরের অজ্ঞাত নামা এক নারী পাগলকে চাপাদিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *