বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে যৌতুক লোভি স্বামীর বিরুদ্ধে। একাধিক বার স্থানীয় কাউন্সিলর ও সামাজিকভাবে সমাধান করার চেষ্ঠা করা হলেও যৌতুক লোভি স্বামী ও তার পরিবার মানতে রাজি হননা বলে জানান বিচারকরা। বাধ্য হয়ে বিঞ্জ আদালতে মামলা করেন স্ত্রী। স্ত্রীর মামলায় জামিনে আসিয়া স্ত্রীকে মামলা প্রত্যাহার করার জন্য প্রাণনাশের হুমকী প্রধান করেন স্বামী ও তা আত্মীয়স্বজনরা। হুমকীর ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়রী করেন যার নং ৭৭৯।

স্ত্রী তানিয়া আক্তার বলেন- ৮ বছর পূর্বে আমার আসাদুজ্জামান’র সাথে বিবাহ হয়। এবং আমাদের জামান তাহিরা (৭) নামের একটি কন্য সন্তান রহিয়াছে। বিয়ের পর থেকে আমার স্বামী বিভিন্ন অংকের যৌতুক দাবী করে আসছিলো। এবং আমার বাবাও তা পুরণ করেছে। এ পর্যন্ত প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা ও মালামাল দেওয়া হয়েছে। এবার তাদের দাবিক্রিত যৌতুকের টাকা আমার বাবা দিতে ব্যর্থ হলেই আমাকে মারধর করে আমার সন্তান সহ বাড়ি থেকে বের করে দেয়। আমি নিরুপায় হয়ে আদালতে একটি মামলা করি, মামলা নং ১৯১/২২। আমার স্বামী জামিনে আসিয়া আমাকে মামলা প্রত্যাহার করার জন্য হুমকী ধামকী প্রদান করেন। আমি যদি আমার দায়েরকৃত মামলা প্রত্যাহার না করি তাহলে আমাকে প্রান নাশ করিবে বলে হুমকী প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *