নাসিম ওসমান স্মৃতি ও দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে খাজা মঈনুদ্দিন চিশতী আজমেরী সানজারী(রাঃ) ১৪ তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ১৪ মার্চ রবিবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব আজমেরী ওসমান।
হেদায়েতের বানী মুক্তির সন্ধানে ওয়াজ করেন প্রধান বক্তা নারায়ণগঞ্জ, ফতুল্লা, কুতুবপুর, ফাতেমা নুর জামে মসজিদ ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সিরাজী যুব সমাজের উদ্যােশে বলেন নবীর আদর্শের সৈনিক হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে হে যুবক তোমার খারাপ কাজ থেকে বিরত থাকো বড় বড় গুনাহ গুলি কইরোনা আল্লাহ মহান ও দয়ালু নিশ্চয়ই ক্ষমাশীল আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কুদরতি হাতে হেফাজত করুন।

ওয়াজও দোয়ার মাহফিলে বিশেষ বক্তা ছিলেন ঢাকা জুরাইন জামে মসজিদ খতিব হযরত মাওলানা বেলাল হোসাইন। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ পেশ ইমাম হযরত মাওলানা মুহাম্মাদ আবু হানিফ আশ্রাবী। ৩নং মাছ ঘাট জামে মসজিদ খতিব হযরত মাওলানা মুহাম্মাদ নাছির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন উপদেষ্টা মাহমুদ তারিকুল হাসান লিমন, উৎসব পরিবহন লিঃ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহীদুল্লাহ, সিটি বন্ধন পরিবহন লিঃ এম ডি মো আয়ুব আলী, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন উপদেষ্টা কাজী মেহতাহ উদ্দিন জসিম, উপদেষ্টা আলী আরশাদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক পার্টি মো মোয়াজ্জেম হোসেন, পরিবহন ব্যাবসয়ী মুরাদ হোসেন, ক্যাফে শাহাজালাল হোটেল স্বত্বাধিকারী, মো, শাহিন।

আরো উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া পাঠশালা সভাপতি হাইউল ইসলাম হাবীব প্রধান আহমদ আলী, দেলোয়ার হোসেন, মো চুন্নু মিয়া, মো, মজিবুর রহমান, গোলাম মোস্তফা, মো, মামুন খান, সাইদুর রহমান সেন্টু, মো জামাল হোসেন, মো আব্দুল মালেক । আমির হোসেন ডালিম,আবুল হাসেম রিনংকু, সামজ্জুমান রকি, বাবু মনির, সিএনজি সভাপতি মাসুদ সহ আরো অনেকে।

ওয়াজও দোয়ার মাহফিল সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মো আবু তাহের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *