গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভামদা গ্রামর নাকাটি ব্রীজের দক্ষিণ পাশে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে কয়েক জন ট্রলি ব্যাবসায়ী।
শনিবার বিকালের সন্ধ্যা লগ্নে পীরগঞ্জ উপজেলার টাঙন নদীতে নাকাট্টি ব্রীজের দক্ষিণ পাশে অবৈধ বালু ব্যাবসায়ীরা ট্রলিতে বালু উত্তোলন করতে থাকে।
উক্ত এলাকায় বালু উত্তোলনের ফলে এলাকার পার্শ্ববতী কৃষকের জমি ধসে পড়তে এবং বর্ষার মৌসুমে ফসলি জমি নদীত বিলীন হতে পারে বলে এলাকার সুশীল সমাজের লোকজন সাংবাদিক কে জানান।
সে সময় পীরগঞ্জ উপজেলা সহকারী (ভূমি)কমিশনার এশিল্যান্ড তরিকুল ইসলাম কে মোবাইল ফোনে এ বিষয়ে জানানো হলে তিনি সাংবাদিক কে বলেন আমি যেতেই তো তারা পালিয়ে যাবে,পারলে আটক করে ফোন দাও আমি ফোর্স নিয়ে যাবো।