ইন্দ্রজিৎ টিকাদার,
বটিয়াঘাটা প্রতিনিধি ঃ

বটিয়াঘাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন গতকাল রবিবার রাত ১২ টা ১ মিনিটেৌ ভাষা শহীদদের স্মরণে পরিষদের শহীদ মিনারে পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন , বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,

জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, অফিসার ক্লাব, উপজেলা প্রেসক্লাব বটিয়াঘাটা, খুলনা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখা, খুলনা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং এনজিও প্রতিনিধিরা ।

অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গত সোমবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস এর তাৎপর্য সম্পর্কে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত । মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল,অধ্যক্ষ অমিতেষ দাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান,প্রণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,

চেয়ারম্যানদ্বয় যথাক্রমে পল্পব বিশ্বাস রিটু, বিধান রায়,জি এম মিলন গোলদার, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি,যুগ্ম-সাধারণব সম্পাদক মোঃ শাওন হাওলাদার, সিনিয়র সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল, সুমন বিশ্বাস,তরিকূল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিউটি রাণী পাল,

দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম অপু,মানবাধিকার সংরক্ষণ কমিশনের উপজেলা সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান, উপজেলা ৎবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা রাজু হালদার, সবুজ সরকার,উত্তম টিকাদার,ওয়াসিয়া রহমান সেতু, শিউলি বিশ্বাস, প্রতাপ মল্লিক, দেবাশীষ রায়,সুজল বালা, রূপান্তর, দীপঙ্কর ঢালী, সৌরভ সরকার সহ সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *