বন্দর প্রতিনিধি:
বন্দরে শফিকুল ইসলাম (৩০) নামে এক বাস চালককে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত বুধবার (২৬ জুলাই) রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুরস্থ খান বাড়ির সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এদিকে এলাকাবাসী মাধ্যমে বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে ধামগড় ফাঁড়ী পুলিশ খবর পেয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে। এর আগে গত বুধবার (২৬ জুলাই) রাতে যে কোন সময় ওই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ আবু রায়হান (২২) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আটককৃত যুবক আবু রায়হান বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার দুলাল মিয়ার ছেলে বলে জানাগেছে। নিহত বাস চালক শফিকুল বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে।

তিনি পেশায় একজন বাস চালক। হত্যাকান্ডের ঘটনায় বন্দর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে শফিকুল বাড়ি থেকে বের হয়। বৃহস্পতিবার ভোরে তার লাশ উদ্ধার করে পুলিশ। কে বা কাহারা শফিকুল হত্যা করে আমরা জানি না। শফিকুল হত্যাকারিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বন্দর থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর খান বাড়িস্থ এশিয়ান হাইওয়ে সড়কের সামনে বাস শফিকুলের মরদেহ পড়েছিল। এ খবর পেয়ে ভোর ৪টার দিকে ধামগড় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনর্চাজ এসআই তৌহিদদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানাযাবে কি ভাবে হত্যা করা হয়েছে। তবে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় রাতে নিহত শফিকুলের সঙ্গে থাকা আবু রায়হান (২২)কে জিজ্ঞাসাদের জন্য আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *