নরসিংদী থেকে বোরহান মেহেদী :

সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক উৎকর্ষ সাধনের মাধ্যমে সুশিক্ষিত ও সংস্কৃতিমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন, নরসিংদী এর অনন্য উদ্যোগ সাংস্কৃতিক সংগঠন বাঁধনহারা থিয়েটার স্কুল।

সংস্কৃতি ও শিক্ষাবান্ধব নান্দনিক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন সাহেবার পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী সংগঠনটি সামাজিক অসংগতি রোধ এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলন জোরদারকরণে অনবদ্য ভূমিকা রাখে চলছে।

স্থানীয় পর্যায়ের পাশাপাশি এবার জাতীয় পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রাখতে চলেছে বাঁধনহারা থিয়েটার স্কুল। আজ ২৫ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে “গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা” থিম ও মুজিব চিরন্তন প্রতিপাদ্যকে সামনে রেখে মঞ্চস্থ হতে চলেছে বাঁধনহারা থিয়েটার স্কুলের অনবদ্য পরিবেশনা গীতিনাট্য “যশোর রোড”।

বাঁধনহারা থিয়েটার স্কুলের পরিবেশনাটি বাংলদেশ টেলিভেশনসহ বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক মাধ্যম সরাসরি সম্প্রচার করবে।
টেলিভিশনের পর্দায় এ পরিবেশনা উপভোগ করার জন্য প্রতিটি দেশবাসিকে তাদের আমন্ত্রণ।

উল্লেখ্য, স্বপ্নজয়ে যাত্রার প্রাক্কালে বাঁধনহারা থিয়েটার স্কুলের কলাকুশলীদের অনিঃশেষ শুভাশিস জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। তাদের সার্বিক উৎকর্ষতায় সব সুন্দর আয়োজনে তিনি সবসময় সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *