আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি উদ্বুদ্ধকরণ, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহত করণ, ধর্মীয় উৎসবে যথাযথ ভাবগম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পরিবেশকে অক্ষুন্ন রাখতে বালিয়াডাঙ্গী উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক সম্প্রীতি কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো।

সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক এ্যাড. আবু হাসনাত বাবু, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, ঠাকুরগাঁও জেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন ঘোষ, বালিয়াডাঙ্গী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিনদ কুমার কুন্ডু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৬২টি পূজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এতে যেন কোন ধরণের অপরাধমূলক কাযক্রম না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। পূজার সময় ডিজে পার্টি চলবে না, একই দিনে সকল মূর্তি বিসর্জন দিতে হবে, নিরাপত্তা জন্য স্বেচ্ছাসেবক রাখতে হবে, সিসিটিভি ক্যামেরা রাখতে হবে এ ধরণের নানা পরামর্শমূলক ও সমস্যা সমাধানের কথা জানান তারা। পূজার সময় সব সময় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন শৃংখলা বাহিনী সহযোগীতা করবে বলে আশ্বাস দেন তারা।

অনুষ্ঠান শেষে ৪ ভিক্ষুককে দুইটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ী ও দুইটি দোকান ঘর উপহার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *