নিজস্ব সংবাদদাতা:
সারা দেশব্যাপী চলমান হরতাল ও অবরোধের প্রতিবাদে শা‌ন্তির প্রতীক সাদা পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে যুবনেতা আলহাজ্ব আজমেরী ওসমান’র নেতৃত্বে নারায়ণগঞ্জ শহর ও আশপাশের মহাসড়কগুলোতে মোটর সাইকেল সহ গাড়ি বহরে শান্তি মিছিল করে সারা বাংলাদেশে আলোচিত। তাক লাগানো শান্তি মিছিলের মাধ্যমে তিনি নজির সৃষ্টি করেছেন।

দেশে শান্তি প্রতিষ্ঠায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে নেতা-কর্মীদের নিয়ে অতন্ত্র প্রহরীর ন্যায় রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। “অবরোধকে না বলি- দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করি।”

এ-ই প্রতিপাদ্যকে কেন্দ্র করে যুবনেতা আলহাজ্ব আজমেরী ওসমান বিএনপি-জামায়াত সহ অন্যান্য সহযোগী রাজনৈতিক দলগুলোকে দাঁত ভাঙ্গা জবাব দিতে বীর মুক্তিযোদ্ধার সন্তানের এমন শান্তি মিছিল বর্তমানে নারায়ণগঞ্জ ছাড়িয়ে সারা দেশে আলোরণ সৃষ্টি করেছে। নজিরবিহীন আজমেরী ওসমান’র শান্তি মিছিল কর্মসূচীর কারণর দেশ বিরোধী অপশক্তিরা এখন নারায়ণগঞ্জে নাশকতা করতে ভয় পায়। কারণ অপশক্তিরা জানেন রাজপথে স্বক্রিয় অবস্থানে রয়েছেন অতন্ত্র প্রহরীর মত আলহাজ্ব আজমেরী ওসমান।

বিএনপি-জামায়াত সহ বিরোধী দলগুলোর ডাকা সারা দেশব্যাপী নবমী দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে নগরীর আল্লামা ইকবাল রোড হতে অবরোধ বিরোধী শান্তির প্রতীক সাদা পতাকার শান্তি মিছিল বের হয়।

এসময় তার বাসভবন হতে শান্তি মিছিলটি চাষাঢ়া হয়ে সিদ্ধিরগঞ্জ লিংকরোড, আদমজী-চিটাগাং রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, বিশ্বরোড, ২নং গেইট, নিতাইগঞ্জ, পঞ্চবটি সহ নগরীর প্রধান প্রধান সড়কগু‌লো প্রদ‌ক্ষিণ করে নিজ বাসভবনের সামনে এসে ও-ই শান্তি মিছিলটির সমাপ্তি হয়।

উল্লেখ্য, গতকাল অর্থাৎ অবরোধের আগের দিন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভিডিও কন্ফারেন্সর মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন।

বিএনপি’র ডাকা অবরোধে জালাো-পোরালও এবং অগ্নি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করে সাধারণ জনমনে শান্তি প্রতিষ্ঠার লক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত জননেতা আলহাজ্ব নাসিম ওসমান’র সুযোগ্য পুত্র আলহাজ্ব আজমেরী ওসমান এক শান্তি মিছিলের আযোজন করেন। তিনি বিএনপি’র এ-ই জালাও-পোড়াও, অগ্নি সন্ত্রাস ও অপ্রীতিকর কর্মকান্ড রুখতে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের পাশে থেকে শান্তি মিছিল করে যাচ্ছেন দ্বীর্ঘদিন যাবৎ। কোন অবস্থাতেই দেশে অরাজকতা প্রতিষ্ঠা যাতে বিএনপি-জামায়াত করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনা’র পাশে থেকে শান্তি প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহবান করেন আজমেরী ওসমান।

মিছিলে নেতা-কর্মীবৃন্দ শান্তির প্রতীক সাদা পতাকা হাতে নিয়ে মটর সাইকেল সহ গাড়ি বহরে চড়ে স্লোগানে স্লোগানে নারায়ণগঞ্জের রাজপথ প্রকম্পিত করে তোলে।

এসময় ও-ই শান্তি মিছিলটিতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামী লীগ নেতা হামিদ প্রধান, মোঃ নাসির, মোঃ খায়রুদ্দিন মোল্লা, মোঃ হোসেন রেজা, মোঃ সুমন, মনির হোসেন, ইফতি সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *