বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে উৎসব মুখর পরিবেশে শতভাগ ভোটারের উপস্থিতে বিরামপুর প্রেসক্লাবের উপ-নির্বাচন অনুষ্টিত হয়েছে।

(২৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স (অস্থায়ী প্রেসক্লাব) কার্যালয়ে এ উপ-নির্বাচন অনুষ্টিত হয়।

উল্লেখ্য, বিরামপুর প্রেসক্লাব সভাপতি শাহীনুর আলম গত মাসের (২৮আগস্ট) জয়নগর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরত্ব আহত হয়ে প্রথমে রংপুর পরে ঢাকায় ৩-৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এতে করে বিরামপুর প্রেসক্লাবের সভাপতির পদটি শুণ্য হয়ে পড়ে। এমতাবস্থায় উক্ত শুণ্য পদটি পূরণের লক্ষ্যে বিরামপুর প্রেসক্লাব কর্তৃপক্ষ উপ-নির্বাচনের ব্যবস্থা করেন।

বিরামপুর প্রেসক্লাবের মোট ভোটার সংখ্যা ৩২ জন। তন্মমধ্যে ডঃ নুরুল ইসলাম ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল কুদ্দুস ১১ ভোট পেয়েছেন।

এসময় উপ-নির্বাচনে ভোট গ্রহণে দ্বায়িত্বে ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল হক, সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, কোষাধ্যক্ষ শাহ আলম, সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ।

উপ-নির্বাচনের ফলাফল শেষে রাত্রীকালীন এক প্রীতিভোজে উপজেলা নির্বাহী কর্মকতা পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, তদন্ত (ওসি) মতিয়ার রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবর রহমান, প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *