কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পিছিয়ে পড়া বিহারের মানুষের ন্যায় অধিকার কে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন নয়া সূর্য র প্রধান প্রশান্ত কিশোর। তিনি বিহারের সিভান থেকে রঘুনাথপুর এবং বৈশালী জেলা থেকে বিভিন্ন যায়গায় সমাজের বিভিন্ন শ্রেণীর পিছিয়ে পড়া মানুষের কাছে গিয়ে তাদের ন্যায় অধিকার কে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে।

তিনি বিভিন্ন যায়গায় গিয়ে গরীব ও পিছিয়ে পড়া মানুষের সাথে মতবিনিময় করছেন। তিনি বলেন ভারতের বিহার রাজ্যের মধ্যে প্রাকৃতিক সম্পদ ভরপুর। সাথে কৃষি নির্ভর রাজ্যের মানুষ। তা সত্ত্বেও এই রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে ঠেলা গাড়ি চালিয়ে এবং কুলি মজুরির কাজ করে রুটি রুজি নির্বাহ করছে।এটি দিনের পর দিন চলতে পারে না।

বিহারের বিকাশের ক্ষেত্রে এই মানুষের সামিল করার জন্য সকলকেই এগিয়ে আসতে হবে। পিছিয়ে পড়া মানুষের বিকাশ লাভ না হলে হলে দেশের বিকাশ থমকে যাবে। তিনি বিহারের বিকাশের ক্ষেত্রে বিভিন্ন যায়গায় ঘুরে ঘুরে আম আদমি র সাথে বৈঠক করছেন। তার আশা আগামী দিনে ভারতের নয়া সূর্য র বিকাশের সাথে সাথে আম আদমি র বিকাশ লাভ করবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *