নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের এক বছর অতিবাহিত হলেও নেই তেমন কোনো কার্যক্রম, বিশেষ করে প্রতিটি ওয়ার্ডে নির্বাচ আগ মুহূর্তে ছিল ওয়াসার পানির সমস্যা এবং প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচনী এলাকায় প্রচারণা চালানোর উদ্দেশ্য ওয়াদা করেছিলেন নির্বাচনে জয়ী হলে সকল সমস্যা সমাধান করবে কিন্তু জন মুখের যে কথা সেই কাজ নির্বাচন শেষ ওয়াদাও শেষ।

বিশেষ করে নাসিক ৮নং ওয়ার্ডে তুলনামূলক ভাবে অনেক উন্নয়ন মুখি রাস্তার কাজ হয়েছে এখনো অনেক রাস্তার কাজ ড্রেন সম্পন্ন হলেও হয়নি আরসিসি ঢালায় কাজ, এর মধ্যে সরকার যখন ডেঙ্গু, ম্যালেরিয়া আক্রমণ থেকে সুরক্ষা সেবা দিতে নিয়েছেন বিভিন্ন কর্মসূচী সতর্ক করছেন মানুষদের তার মধ্যে দিনের বেলায় ঘুমতে হচ্ছে মুশুরি টাঙ্গিয়ে, সরেজমিনে ঘুরে এলাকার মানুষ দের সঙ্গে কথা বলে জানা যায় যে এতো পরিমাণ মশার উৎপাত বেড়েছ যা অসহ্য জনক ,

এলাকাবাসী আরো বলেন এক বছর পার হয়েছে সিটি করপোরেশন নির্বাচন কিন্তু এখনো আমাদের ওয়াসার পানির সমস্যা শেষ হয়নি, মশার যন্ত্রণা যেন প্রতিদিন ঔষধ খাওয়া বিষের মত , নির্বাচনের আগে প্রতি সপ্তাহে দুই বার করে মশার ধ্বংসের ঔষধ দিয়ে যেত এখন নির্বাচন শেষ ঔষধ ছিটানো শেষ এগুলো কে দেখবো।

এই বিষয় নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সঙ্গে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *