এস.এম রুবেল আকন্দ:
জমির সঠিক সীমানা চিহিৃত করতে সরেজমিনে পরিমাপ করতে গিয়ে ময়মনসিংহের সদর উপজেলা ভাবখালী ইউনিয়ন ২নং ওয়ার্ড চুরখাই জামতলা গ্রামে প্রতিপক্ষের হাতে পিতা পুত্র নিহত হয়েছে। নিহতরা হলেন, আবুল খায়ের (৬০) ও ফরহাদ হোসেন (২০)। বুধবার (১লা ফেব্রুয়ারি ২০২৩) বিকালে এ মর্মান্তিক হত্যাকান্ড ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, চুরখাই জামতলা গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুল কদ্দুসের বাড়ির আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ হোসেন বুধবার দুপুরে তাদের জমির সীমানা নির্ধারণ করতে আমিন (জমি পরিমাপকারী) নিয়ে সরেজমিনে মাপতে যায়।

এ সময় আবুল খায়েরদের জমি পরিমাপে জটিলতা দেখা দিলে আবুল খায়ের জমি পরিমাপকারকে নিয়ে পার্শ্ববর্তী কামাল নামীয়দের জমিতে মাপঝোক করতে থাকে। তাদের জমিতে কেন পরিমাপ করতে গেলো এ নিয়ে বিরোধ হলে কামাল তার তিন ছেলে, স্ত্রী সহ অন্যান্যদের নিয়ে ধারালো অস্ত্র সহ অতর্কিত হামলা করে।

হামলাকারীরা আবুল খায়ের ও তার ছেলে ফরহাদকে কুপিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও রক্ত জখম করে। গুরতর আহত আবুল খায়ের ও তার ছেলে ফরহাদকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে।

সংবাদ পেয়ে কোতোয়ালি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির, ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক ফারুক হোসেন সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতদ্বয়ের লাশ জব্দ করেন। ওসি শাহ কামাল আকন্দ বলেন, হত্যাকান্ডের কারণ প্রাথমিকভাবে চিহিৃত করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে চেষ্ঠা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *