গীতি গমন চন্দ্র রায় গীতি রিপোর্টার।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ৭ই ডিসেম্বর ২০২২ বুধবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় প্রধান অতিথির ভাষনে প্রধানমন্ত্রী বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ সালের জানুয়ারি মাসের ১ম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

বাংলার ইতিহাসে ২০০৪ সালের ২৪ আগস্ট আমাদের শান্তিপূর্ণ র‌্যালিতে প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা করে তারেক-খালেদা জিয়া গং যেন যুদ্ধের ময়দানের গ্রেনেড আমাদের ওপর ছোড়া হয়েছিল।সে হামলায় আইভী রহমানসহ ২২ জন নেতাকর্মী মৃত্যু বরণ করেছেন।মহান আল্লাহর রহমতে আমি বেঁচে আছি।তিনি আরো বলেন,যতদিন ক্ষমতায় আছি আপনাদের জন্য কাজ করে যাবো।বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতির পিতার প্রিয় জায়গা ছিল কক্সবাজার এলাকা।

তিনি কারাগার থেকে বের হয়েই আমাদের নিয়ে কক্সবাজারে ঘুরতে আসতেন।কক্সবাজারের মানুষেরা আমার হৃদয়ে গাথা রয়েছে।এই বাংলাদেশের মাটিতে জামায়াত-বিএনপি এদেশের মানুষকে কী দিয়েছে?অগ্নিসন্ত্রাস,মানি লন্ডারিং, জঙ্গিবাদ-সন্ত্রাস,খুন এবং লুটপাট ছাড়া আর কিছু দিতে পারেনি।শুধু মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছেন।

জানা যায়,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কক্সবাজারে ২৯টি প্রকল্পের উদ্বোধনসহ চারটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর করেছেন বুধবার ৭ ডিসেম্বর ২০২২ বিকাল ৩টা ৫০ মিনিটে কক্সবাজারের শহীদ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় সুইচ টিপে তিনি এই প্রকল্পগুলোর উদ্বোধন করেন।এবং সে সময় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন,

সে প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-কক্সবাজার গণপূর্ত উদ্যান, বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠ, কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন,পেকুয়া উপজেলা ভূমি অফিস ভবন, কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ভবন,শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন, আবদুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন,মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন,কক্সবাজার জেলার লিংক রোড-লাবনী মোড় সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প, রামু-ফতেখাঁরকুল-মরিচ্যা জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প,

টেকনাফ-শাহপরীর দ্বীপ জেলা মহাসড়কের হাড়িয়াখালী থেকে শাহপরীরদ্বীপ অংশ পুনর্নির্মাণ প্রশস্তকরণ এবং শক্তিশালীকরণ প্রকল্প,বাঁকখালী নদীর বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন সেচ ও ড্রেজিং প্রকল্প(১ম পর্যায়),শাহপরীর দ্বীপে সি ডাইক অংশে বাঁধ পুনর্নির্মাণ ও প্রতিরক্ষা কাজ, ক্ষতিগ্রস্ত পোল্ডার সমূহের পুর্নবাসন প্রকল্প,রামু কলঘর বাজার-রাজারকুল ইউপি সড়কে বাঁকখালী নদীর ওপর ৩৯৯ মিটার দীর্ঘ সংসদ সদস্য ও রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরী সেতু, কক্সবাজার জেলায় নবনির্মিত ছয়টি ইউনিয়ন ভূমি অফিস ভবন, চারটি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন (রামু,টেকনাফ, মহেশখালী ও উখিয়া), কক্সবাজার পৌরসভার এয়ারপোর্ট রোড আরসিসিকরণ ও অন্যান্য প্রকল্প,শহীদ সরণি আরসিসিকরণ ও অন্যান্য প্রকল্প,বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সড়ক আরসিসিকরণ ও অন্যান্য প্রকল্প,নাজিরারটেক শুঁটকি মহাল সড়ক আরসিসিকরণ ও অন্যান্য প্রকল্প,টেকপাড়া সড়ক আরসিসিকরণ ও অন্যান্য প্রকল্প,সি বিচ রোড আরসিসিকরণ ও অন্যান্য প্রকল্প,মুক্তিযোদ্ধা সরণি আরসিসিকরণ ও অন্যান্য প্রকল্প, সৈকত-সরণ আবাসিক এলাকা সড়ক আরসিসিকরণ ও অন্যান্য প্রকল্প উদ্বোধন করছেন।

এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রস্তুত চার প্রকল্প হলো-বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প, কুতুবদিয়া উপজেলার ধুরুং জিসি মিরাখালী সড়কে ধুরুংঘাটে ১৫৩.২৫ মিটার জেটি ও আকবর বলি ঘাটে ১৫৩.২৫ মিটার জেটি নির্মাণ প্রকল্প, মহেশখালী উপজেলার মহেশখালী গোরকঘাটা ঘাটে জেটি নির্মাণ প্রকল্প এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া-টেকনাফ উপজেলায় নাফ নদ বরাবর পোল্ডারসমূহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি এবং ৬৮) পুনর্বাসন প্রকল্প।তার আগে দুপুর ১২টার দিকে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম মাঠে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়।তারপর একে একে উপস্থিত হন কেন্দ্রীয় নেতৃগন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *