আহসান হাবীব স্টাফ রিপোর্টার
কর্মময় জীবনে মনকে কিছুটা আনন্দ দিতে আনন্দের বিকল্প নেই, নেই কোন সময়, নেই কোন সীমারেখা । মন চাইলেই নেচে কিংবা মন খুলে গাইতে গাইতে কিছুটা পদ পেরিয়ে খুঁশির জোয়ারে ভাসতে থাকা যায়। বিনোদনের প্রিয় মূহুর্ত গুলো ক্যামেরায় বন্দী থাকে যাপিত জীবনে। আর আনন্দ ছুঁয়ে থাকে কর্মময় জীবনের প্রতিটি চিহ্নে।

তারই ধারাবাহিকতায় – ২০/০৩/২০২১ রোজ শনিবার সকাল দশ ঘটিকা হতে দিনব্যাপী মেঘনার মোহনায় আলতাফ মাষ্টারের নতুন মাছ ঘাট) এলাকায় রায়পুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে রায়পুর পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রায়পুর রিপোর্টার্স ইউনিটির অর্থ বিষয়ক সম্পাদক জনাব ইউসুফ হোসেন বিএসএস এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত হলো রায়পুর রিপোর্টার্স ইউনিটির আনন্দ ভ্রমন ২০২১

সকাল দশ ঘটিকায় ইউনিটির সকল সদস্যগন কাউন্সিলর ইউসুফ হোসেন বিএসএস এর ব্যবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স আল্লার ট্রেডার্স এ মিলিত হন, এর পর ইউনিটির সভাপতি জনাব পীরজাদা মাসুদ হোসাইনের দিকনির্দেশনা মোতাবেক সকলে মটর শোভাযাত্রা করে আলতাফ মাষ্টারের নতুন মাছ ঘাটে পৌছান।

আনন্দ ভ্রমনের শুরুতে হালকা চা- নাস্তা খাওয়ার পর সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা ফুটবল খেলা শুরু করেন, খেলা পরিচালনা করেন রায়পুর রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য এডভোকেট মাহবুবুর রহমান শিপন পাটওয়ারী, খেলায় নিল দল এবং সবুজ দল অংশগ্রহণ করেন,উক্ত খেলা ২-২ গোলে ড্র হয়।

পরে দুপরের খাওয়ার এবং নামাজের বিরতি দেওয়া হয়, মেঘনার মোহনায় রান্না করা হয়, রান্না পরিচালনা করেন ইমরান হোসেন রুবেল সহ আরো অনেকে, খাওয়া শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়, মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইউনিটির সহসভাপতি জনাব জসিম উদ্দিন ও এডভোকেট মাহবুবুর রহমান শিপন পাটওয়ারী।
দুপরের খাওয়ার পর হাডি ভাঙ্গা খেলা শুরু হয়, এতে ইউনিটির সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন, হাডি ভাঙ্গা খেলার পর রশি টানা খেলা অনুষ্ঠিত হয়, এসময় উপস্থিত জনতা মুহমুহ করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন,উক্ত রশি টানা খেলায় বিবাহিত ও অবিবাহিত দল অংশগ্রহণ করেন, রশিটানাটানির একপর্যায় রশিটি সিঁড়ে যায়, এসময় সাংবাদিক আহসান হাবীব হালকা আহত হন।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,
উক্ত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে পীরজাদা মাসুদ হোসাইনের সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন রায়পুর পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর জনাব ইউসুফ হোসেন বিএসএস,
বিশেষ অতিথি ছিলেন, রায়পুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা জনাব নুর আহম্মদ মিলন, দৈনিক সবুজ জমিন পত্রিকার সম্পাদক আফজাল হোসেন সবুজ, দৈনিক মাত্ভূমির খবর পত্রিকার লক্ষীপুর জেলা প্রতিনিধি জনাব আমজাদ হোসাইন, সাংবাদিক ফয়সাল কবির,বিশিষ্ট রাজনীতিবীদ জনাব,মাসুদ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, ইউনিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন মিলন,সহসভাপতি আখতার হোসাইন খান,সহসভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস,এম জাকির হোসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, প্রচাস সম্পাদক জোবায়ের হোসাইন, নির্বাহী সদস্য আব্দুল কাদের, সাংবাদিক শিপন পাটওয়ারী, জাকির হোসেন দিদার,সাংবাদিক জাক্কি, সাংবাদিক মামুন ভূঁইয়া, সাংবাদিক নুর উদ্দিন, সাংবাদিক ফরহাদ ভূঁইয়া, নারী সাংবাদিক নয়ন আক্তার মুন্নী সহ প্রায় শতাধিক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

পুরুস্কার আয়োজন করেন যৌথভাবে লক্ষীপুর জেলা পরিষদ এর অন্যতম সদস্য জনাব সাখাওয়াত হোসেন আরিফ,এবং নোয়াখালী রয়্যাল হসপিটালের এমডি, জাতীয় পার্টি নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু।
সব শেষে সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আনন্দ ভ্রমনের সমাপ্তি ঘোষনা করেন।
এসময় ঘাটের স্বত্বাধিকারী, রায়পর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ,জনাব আলতাফ হোসেন মাষ্টারের সাথে সৌজন্য সাক্ষাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *