মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তার নাম আব্বাস (২৮)
বুধবার ( ১২ মে ) সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের মাস্টার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস ওই এলাকার মনুর ছেলে।
পদুয়া ইউনিয়নের জহির উদ্দিন বলেন, নিজ বাড়িতে কাঠের কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আব্বাস ।
পরে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে