মোহাম্মদ এরশাদুল হক লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গোড়ার চর এবং পুটিবিলা দক্ষিণ সড়াইয়া খিল্ল্যা ঘোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪১হাজার ৫০০ঘনফুট এবং একটি বড় মেশিন জব্দ এবং অপর একটি ধ্বংস করে দেওয়া হয়।

৩১ মে দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

এসময় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আতিকুর রহমানসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, নাজিম উদ্দিন গং ফারেঙ্গা গোড়ার চর এলাকা থেকে এবং পুটিবিলা দক্ষিণ সড়াইয়া খিল্ল্যা ঘোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।আইন অমান্য করে বালু উত্তোলন এর অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করে ৪১হাজার ৫০০ ঘনফুট বালু, একটি বড় মেশিন জব্দ এবং আরেকটি মেশিন নষ্ট করে দেয়া হয়।অবৈধ ভাবে বালু খেকোদের কোন প্রকার ছাড় নেই। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *