শুক্রবার (১৮ই আগস্ট) বিকেল ৩ টায় নগরীর খানপুর হাসপাতালের সামনে থেকে গণমিছিলটি বের করা হয়।
মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব গিয়ে সমাপ্ত হয়। এর পূর্বে, খানপুর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড, আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড, আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্তমান অনির্বাচিত সরকারের প্রধান সব সময় বলে আমাকে সবাই ক্ষমতাচ্যুত করতে চায়। আমার অপরাধটা কী। প্রথম কথা হল আপনি অবৈধভাবে দখল করে আছেন। এটাই আপনার বড় অপরাধ। আপনি মানুষের অধিকার রক্ষায় যে সংস্থা আছে যেমন সংসদ সেখানে মাস্তান বসিয়ে রেখেছেন।

মানুষ ন্যায় বিচারের জন্য আদালতে যায়। আপনি সে আদালতকে বানিয়েছেন ক্যাঙারু আদালত। আপনি জনগণের সব অধিকার লুণ্ঠন করে ফেলেছেন। মানুষের ভোটের অধিকার সহ সব অধিকার লুণ্ঠন করেছেন। গুম-খুন করে সমাজটাকে নষ্ট করে দিচ্ছেন। আপনি অর্থনীতিকে নষ্ট করে ফেলেছেন। লুটপাটের মাধ্যমে ব্যাংকগুলো আজ সম্পূর্ণ ধ্বংস। জিনিসপত্রের দাম অন্য দেশে অনেক কম। এতকিছু পরেও বলেন আমাকে ক্ষমতাচ্যুত করতে চায়, আমার কী দোষ। আপনার দোষ বলা শুরু করলে এক রাতে তা শেষ হবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. জাকির হোসেন, মোঃ মনির হোসেন খান,আনোয়ার হোসেন আনু, রেজা আহম্মেদ রিপন, সদস্য এ্যাড, রফিক উদ্দিন আহমেদ,ডাঃ মজিবুর রহমান, মাকিদ মোস্তাকিন শিপলু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদুর রহমান, সাধারন সম্পাদক এ্যাড আনোয়ার হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম জোসেফ, মোঃ সাগর প্রধান, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, শ্রমিক দলের আহবায় এস এম সালাম, মহিলা দলের আহবায়ক দিলারা মাসুদ ময়না সেচ্ছা সেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম,মোঃ দুলাল হোসেন সহ প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *